( আমি এখন বন্দী আছি এমন জায়গায় যেটা জানি না--রূপকের মাধ্যমে জায়গাটার বিবরণ দিলাম যদি মগ্ন পাঠক আন্দাজ করতে পারেন-------)


অনুভুতির মাঠ, ভিজুয়াল সেন্টার, ইকো ব্যালান্সড দালান, মৌখিক ক্রিয়াকলাপ কেন্দ্র, সাউন্ড এন্ড ওয়েভ লেন আর বাতাসী বাগান সংলগ্ন এলাকায় চার কামরার
ফ্লাটে আবদ্ধ আমি ভাসমান লাল-নীল স্রোতে--বেরোবার একটাই রাস্তায় তুমুল
প্রবাহ,চেষ্টা করতে ভয় হয় যদি ডুবে যাই--সবচেয়ে অসহনীয় কান ঝালাপালা করা এক অবিরাম ধ্বনি!এটাই কি তবে প্রেতপুরী? সোনাঝরা রোদমাখা সকালে
তাজমহল দেখাতে নিয়ে যাবে বলে আমাকে এ কোথায় আনলে অনু ডার্লিং?
কোনো উত্তর নেই তবুও আন্দাজে ঠাহর করি প্রিয়তমার চেনা স্বর-------------
'যা তোমাদের থাকতেও নেই অথচ আমাদের আছে--ঠিক সেখানে সারাজীবনের জন্যে তোমাকে আটকে রেখেছি 'বোকা ঈশ্বর'------------------------------
জায়গাটা মন্দ নয় বেশ কোজি আবহে ভরা, বুঝলাম আমার অবস্থান----------
'যেখানে ছোঁয়া দিলে.....................ধুম লেগে যায়'............