শ্রুতিকটু কা কা ডাকে ভাঙে স্বপ্নের ঘোর
চোখ খুলে দেখি জানালার পাশে কাকভোর
একটু পরে হেঁটে আসবে পূর্ণ সকাল
আহ!কি আনন্দ!যদিও দেশে ভারি আকাল
হঠাত্ কখন যে আসবে খা খা দুপুর
নিভৃত সঙ্গকামনায় মন হয়ে উঠবে চতুর
যেই মন ভার করে আসবে মায়াবী বিকেল
উদাস হয়েও হাসবো আমি নব্য আঁতেল
আমাকে ইশারা করে মোহিনী সন্ধ্যা
পাশাপাশি দুজনা আমি আর অলকানন্দা
তারপর 'রাত ভর বৃষ্টি' তে আমরা বিভোর
আকাশকুসুম ভাবছে বসে আঠারো'র চিতচোর........