(আমি আর তিনি)


ভর্তা,কর্তা-ধর্তা
আমিই সব--আমিই বিধাতা,
আকাশের দিকে তাকিয়ে
প্রশ্ন করি--তুমি কে?
তিনি হেসে বলেন
'পরিত্রাতা'...................
                                    (শ্রাবণের গান)
আকাশ দেয়
আর
মাটি আঁচল পেতে নেয়--
এসো না মেতে উঠি
'চিত মাটি আর উপুড় মেঘ' এর জলসায়............
                                   (রদ্দি মাল)
প্রথমেই হাতে এল জয় গোস্বামী,একে একে সুভাষ মুখুজ্জে,নীরেন্দ্রনাথ, শঙ্খ ঘোষ,
এমনকি খুঁজে পেলাম রফিক আজাদ, নির্মলেন্দু গুনকেও---শেষমেষ বেশ ভারি
এটা কি? ও হরি কবিগুরুও এখন আমার হাতের মুঠোয়--আহ্লাদে গদগদ হয়ে সব
কটাকে বুকে চেপে ধরে বাড়ির পথে রওনা দি-----কাবাডিওয়ালা কিন্তু চিত্কার
করেই চলেছে-- বাবুমশায় লিয়ে যান কি দিয়ে যান 'বাংলা কিতাব' এগারো টাকা
কিলোওওও...........................




সূত্রঃ- লিয়ে(হিন্দি)--নিয়ে, কিতাব-বই