সত্তর দশক--
তুই ষোলো, আমি সতেরো
কথায় সড়গড় ছোঁয়ায় জড়োসড়ো
অপেক্ষায় সিড়ির কোনে--


আশির দশক--
চিঠিতেই আনন্দে মাখামাখি
স্মৃতিতেই মেদুর হয়ে মেতে উঠি
মনে মনে--উদযাপনে--


নব্বইর দশক--
বাঁধা পড়লাম বৈবাহিক মন্ত্রে আর সমাজতন্ত্রে
অনুলেখা@প্রনব
তুই মুকুলিকা আমি অর্ণব--


বিশ শতক--
জীবনে মেদুর পদ্য শেষ
কঠিন গদ্যের আহাজারি
তবুও তুই মৌটুসি কেউ
আলোআঁধারি তে দাঁড়িয়ে লালপাড় শাড়ি--


একুশ শতক--
ডানদিকে অঙ্গীকার
বামদিকে অধিকার
মাঝখানে  সংস্কার
ভাবছি কোন পথে গেলে ভালোবাসা পাবো?




বিশেষ--শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজ এর 'অচল প্রেমের পদ্য--' কবিতার অনুপ্রেরণায়......