খুঁজি কাঁচ-রোদ্দুর আর ছায়া-অরণ্য
আমি যে এখন বন্য
আমার ভিতর বাড়িতে রাত্রি
দেখছি বৃষ্টিতে নিজের মুখ,
জলে নামার আগে
যবনিকা কম্পমান
মাঝখানে রাজপথে দাঁড়িয়ে কিছুক্ষন
নক্ষত্র জয়ের  জন্যে অভিমান--
আচমকা দেখি
হাতে ভীরু দীপ
উপলচারণে তুমি হেঁটে আসছো নিরালায়--
কানে ভেসে আসছে প্রতীকী সংলাপ
জানি একদিন এইসব হবে,
আমার ভিতরে কোনো দল নেই
আছে শুধু যাবতীয় ভালোবাসাবাসি
অন্ধকারে একলা মানুষ
দাঁড়িয়ে 'ভ্যালেন্টাইন ডে'র আঙিনায়--


ভাবছি
শত দুঃখ-কষ্ট,দারিদ্রতা-যাতনায়,
এই 'ভ্যালেন্টাইন ডে' হোক না 'ক্ষনিক বসন্ত'
তবু একটু বেঁচে থাকি ভালোবাসায়--
অলক্ষ্যে উচ্চারিত হয়
'আঁচলে বেঁধেছি জুঁই
তোমাকে দেব বলে
কেননা মদির গোলাপগুচ্ছ
আমার কাছে নেই'.........




বিশেষ--এই কবিতা অগ্রজ কবি শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী যাকে আমি গুরু বলে মানি তার অনেক কবিতার শিরোনাম আর আমার কিছু কথার সংমিশ্রন।