অনুলেখা ৩৭
প্রনব মজুমদার
(আজ আমাদের ৪২ তম বিবাহ-বার্ষিকী)
                (ডাক)
এক আকাশ জোছনা মাথায় নিয়ে
এক বুক মাঠ অনুলেখা কে ডাকছে
বলছে--মাঠ পেরিয়ে চাঁদের দেশে আয়
আর কতকাল পৃথিবীর অন্ধকারে পড়ে থাকবি
আয়...........আয়............আয়.........
সে চলে গেল অজানায়...
(পিছুটান)
অনুলেখা কি বলেছিল?
ঠিক কখন যাবো
                    আঁকা আছে হস্তরেখায়--
কার কার চোখ ভিঁজবে
কে দেখেছে পিছন ফিরে
                           যাবার সময়...


(১)
আলমারি খুলতেই;
ভেঙে গেছে তার সাজগোজ
যেমন লিপস্টিক,আই-লাইনার ইত্যাদি
ভেঙে গেছে তার অঙ্গশোভা
যেমন মিনে করা ব্লাঊজ, পাটভাঙা শাড়ি ইত্যাদি ইত্যাদি
এদের আজ আর কোন দাম নেই
পড়ে আছে অনাদরে
দেখে
দু চোখে বন্যা এলো বিষাদভেলায চড়ে...


( ১৯৭৯'র ৫ ই নভেম্বর আমাদের শুভমিলন উত্সব)
(১)
না ঘোড়া না গাড়ি
রিক্সা করে বর এসেছে
অনুলেখার বাড়ি
দেখতে নয় এমন কিছু আহামরি
তবুও অনুলেখা খুশী
বললো
এসো সোনা আমরা আশালতার বাগান গড়ি
(২)
লোকজন ঘিরে আছে
প্রনব উদাস
কখন অনুলেখা কে একলা পাবে
বলবে
আজ থেকে শুরু
আমাদের
খোলা ছাদের সংসার
যেখানে
চাঁদ ও ভালোবাসা
জোছনায় একাকার...
(৩)
এক এক্কে এক
দুই এক্কে দুই
তিন এক্কে তিন
প্রনব থরথর
প্রথম মিলনদিন...
'ভালোবাসার গল্প কোনদিন ফুরোয় না মুখে মুখে বেঁচে থাকে অনন্তকাল'
ক্রমশঃ