শূণ্য খাঁচার পাশে বসে আছি একাকী
ভাবছি তবে কি মুক্তি পেলো পাখি?
কে যেন ফিসফিসিয়ে বললো
'বেঁচে থাকার অনেক জ্বালা'
আর একজন বলে উঠলো
'জীবন জ্বালিয়েছে বটে
তবে তুমিও তার আদর বোঝোনি'


জীবন যেন জননী
তুমি কিছু দেবে না জেনেও
দ্যাখো--কিরকম স্নেহে
তোমাকে জড়িয়ে রেখেছে আঁচলে--
বুঝলাম--
আমি লক্ষী মায়ের
সোনা থুড়ি বাউন্ডুলে ছেলে.........