(সূত্র-সাইবর্গঃ ভার্চুয়াল তথা যান্ত্রিক মানব)


দাঁড়িয়ে আছি নির্জন উপত্যকায়--
একটা মার্জিত নদী
পাহাড়ের পায়ের কাছ থেকে গড়িয়ে নেমে,
উপত্যকার ঘাস ছুঁয়ে খেলতে খেলতে
একটা সুড়ঙ্গের মাঝে হারিয়ে যায়--
নীল আকাশ নীরব হয়ে
এইসব দেখে যায়--
মনে হয়--নদী,পাহাড়,আকাশ
একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়!
মানুষের কাছে তাদের কিছু চাওয়ার নেই--
একদিন হিংস্র মানুষ এলো--
কুটকাচালি,কোলাহলে আর যান্ত্রিক দূষনে
দৃশ্যপট বদলে গেল--
চারিদিকে শুধু পাথর আর পাথর
আর মানুষগুলোও বদলাতে বদলাতে
হয় পাথর নয় সাইবর্গ হয়ে গেছে!

আমরা এখন প্রস্তরযুগে--
বসে আছি প্রাণবন্ত মানুষের প্রতীক্ষায়......