প্রিয়জন অনুলেখা ১৬
প্রনব মজুমদার


(সবসময় হাসিমুখ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)


(১)
রোজ একই নাটক!
তাঁর সামনে
সকালে চা-নাস্তা।দুপুর-রাতে খাবার।
সে কিছুই ছোঁয় না
সাথীহারা হতাশ হয়ে দ্যাখে
ফটো তে সে হাসিমুখে
তাকিয়ে আছে নির্নিমেষে,
যেন বলছে
কান্নাগুলো নিয়ে গেলাম
হাসিটুকু দিয়ে দিলাম
ভাঁজ করে তুলে রেখ দেরাজে।
(২)
এক এক্কে এক
দুই এক্কে দুই
তিন এক্কে তিন
সাথীহারা সন্তাপে থরথর;


চিরসখী বলছে
আর ফিরে আসবো না কোনও দিন...





বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...