অনুলেখা ১৯
প্রনব মজুমদার


(অনুলেখা'র সংসার)
(আজ ছেলে প্রজয়ের জন্মদিন)


অনুলেখা বলছে--
প্রনব আর আমি
আপ্লুত হলাম পেয়ে
প্রজয় ও দেবযানী
আমাদের আগামী~
এখন আমরা গুনতিতে চার
মধ্যবিত্তের সংসার
এর মাঝে আনন্দ বিলিয়ে
এক নতুন মেয়েজন্ম(আমাইরা) এলো
কিছুদিন বাদেই কে যেন আমায় আঁধারে টেনে নিল...


একটা জন্ম তেপান্তরের মাঠ পেরিয়ে আসে
'সব পেয়েছির আসরে'
দুদন্ড জিরিয়ে নিতে যেই না বসে
ডাক পড়ে আর রওনা দেয় দিকশূন্যপুরের বাসে
পরবাসে...


আজ ছেলেমেয়েরা কাঁদছে
বলছে
বাবা যেন ছাউনি
রোদ-বৃষ্টিতে বাঁচায়,
আর মা যেন আকাশ
বাচ্চারা চাইলেই
চাঁদ-তারা হাতে তুলে দেয়
মা না থাকলে নিজেদের অনাথ মনে হয়...


অলক্ষ্যে কে যেন বলে ওঠে
মাতৃহারাদের পুঞ্জীভূত কান্নায় বন্যা হয়...
















সূত্র--প্রজয়-ছেলে,দেবযানী--মেয়ে, আমাইরা--নাতনী


বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...