প্রিয়জন অনুলেখা ২১
প্রনব মজুমদার
                    
( গতবছর(২০২০) আজকের দিনে(৯ অক্টোবর) আমি অনুলেখা কে হারিয়ে ফেলেছি...ধ্বস্ত হয়ে বেঁচে আছি...তারই স্মৃতিচারণায় কয়েক পংক্তি...)  


(প্রাক-বিবাহ)
অনুলেখা জিজ্ঞাসা করলো
আমাকে বিয়ে করবে?
নেচে উঠলো মন
অমলিন বয়ঃসন্ধিক্ষণ...
(ফুলশয্যা )
বললাম
অবগুন্ঠন খোল,
চোখে রাখো চোখ;
চারিদিকে বাঁজছে সমর্পণের শ্লোক।
                       (মধুচন্দ্রিমা)
'কি আনন্দ আকাশে বাতাসে',
আমরা অবকাশে;
চাঁদের আশে-পাশে।
                       (পরিবার)
সুখী দম্পতি
সন্তান-সন্ততি,
' নুন আনতে পান্তা ফুরোয় '
এই সঙ্গতি।
                       (মুক্তিধাম)
রেখে পিছুটান
অনুলেখার নীরবে গমন,
হাহাকার করে
কেঁদে ওঠে মন।
                      (উপসংহার)
জন্ম আসে স্বপ্ন সম্ভাবনায়
জন্ম যায় ভাঙা মূর্ছনায়...


(ফ্লাশব্যাক)
চোখ দুটি টানা টানা
তাতে মাখা কখনও কাজল
কখনও অশ্রুকনা;
ভালোবেসে ডাকলেই
আ-বে-গে থরথর,
যেই না ছুঁয়েছি
তার শরীর জুড়ে ঝড়।
স্বপ্নে আসে স্বপ্নে যায়
স্বপ্নেই যত আন্তরিক আলাপন
নারী তথা রাজকন্যা
মনের গভীরে রাখা
তার ঠিকানা গোপন---ঠিকানা গোপন...





বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...