কনভেন্ট এ পড়া ছেলে মাকে ডাকলো--হাই!মম্ !
যেন দূর থেকে ছোড়া কোনো সম্বোধন--
হিন্দি টিচার মেয়ে ডাকলো--ও মাম্মি!
যেন নতুন প্রজন্ম ভুলেছে 'মা' ডাকখানি--
শুধু ছোটো ছেলেটা যে মায়ের নেওটা
মার গলা জড়িয়ে ডাকলো--মা-মাগো!


অন্য ভাষায় কি হয় জানিনা--
বাংলায় মা বললেই মমত্ব ঝরে পড়ে
ভাই বললে বুক ভরে যায়
বোন বললে স্নেহ-আদর হাত বাড়ায়--
আর ভালোবাসি বলতেই
প্রেয়সীর মুখে জুঁইফুল হাসি
বৃষ্টির লাবণ্য মাখানো চোখের পাতায়,
যেন আমাকে ডাকছে 'ভোরের কবিতা'য়!
আগেও বলেছি--এখনো বলছি আর হাজারবার বলবো
বাংলাভাষা অন্যভাষাকে
ভাবে না বানভাসি,
শুধু রেখে করতলে
জাদুমন্ত্রবলে
অবলীলায় করে দেয় সমীরবিলাসী--
বাংলা ভাষা যেন 'রাগ দরবারী'
বিশ্বের যাবতীয় বাঙালি আজ
মাতৃভাষা'র অমরত্বের কান্ডারী......




বিশেষ-পুনঃনির্মান