অনুলেখা ২৩
প্রনব মজুমদার


(প্রনব বলছে অনুলেখা কে)
এখন পাখির পালকের মতন তুমি
বিষন্ন মেঘের বান্ধবী
ঠোঁটে মেখে রেখেছ মোনালিসা'র হাসি
নিভু-নিভু রোদে লন্ডভন্ড
আমার সকাল থেকে রাত অবধি;
যতটা ভুলে যেতে চাই
ততটাই তোমাকে মনে রাখি...


(অনুলেখা বলছে প্রনব কে)
ভালোবাসার শুরু আছে শেষ নেই
কাছছাড়া হয়েও অনিকেত প্রান্তরে বসে আছি
তোমার মুখোমুখি;
মন খারাপ কোরো না 'সোনা'
বরং মনখারাপের মিনিটগুলো
সকালের সেকেন্ডে বেঁধে নাও
দেখবে বেলাশেষে
অনুলেখা বলছে এসে--
শরীর তো একদিন চলেই যায়
আমি তো রোজই আছি তোমার কাব্য-কবিতায়
আছি আর থাকব--শয়নে-জাগরণে
তোমার মননে,অস্থিমজ্জায়,আত্মার আত্মীয়তায়...






বিশেষ- অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে--