বিশাল বাড়ির দরজার গোড়ায়
ফুটপাতের নোংরায়--
একদিকে মুখ করে লোকটা
অন্যদিকে মুখ করে কুকুরটা
শুয়ে আছে নির্দ্বিধায়--
যখনই এটোঁকাঁটা পায়
ভাগ করে খায় অবলীলায়--
দুজনেরই কোনো দুঃখ নেই!
বাড়ির মালিক ভারি রূপবান তথা ধনবান
মালকিনও লক্ষীশ্রী লাবণ্যময়--
দুজনেরই কোনো সুখ নেই,
এ পরিবার নিঃসন্তান!


অনাদিকাল ধরে একই প্রশ্ন--
আচ্ছা বলো তো--কোনটা সুখ আর কোনটাই বা দুঃখ?