সবাই জানে এ জীবন শূণ্যে ঝুলে থাকে
অন্দরের সেই লোকটা
যাকে সবাই বাইরে থেকে জানে
আমি তাকে চিনি হাড়ে হাড়ে
সে বলে
শত কাজ নাকি অকাজের ফাঁকে
নান্দনিক কিছু একটা করো
যাতে ভিড়ের মাঝে তোমায় সবাই
ঘাড় ঘুরিয়ে দ্যাখে।






বিশেষ-একটা পুরনো কবিতার পুনর্গঠন