এ রাস্তা কোথায় যায়?
জনান্তিকে পথিক শুধায়
রাস্তার স্বগতোক্তি-
আমার নেই কোনো আসা-যাওয়া
তোমার জন্যে হে পথিক যুগান্তধরে
এইরকম নির্বিকার বুক পেতে পড়ে থাকা,
আমার মাথা মিশেছে পাদ পদ্মে
পা রাখা সংসারে-
ভেবে নাও কোথায় যাবে
ভাবের না স্বভাবের ঘরে?
তোমার জন্যে হে পথিক যুগান্তধরে---