(১) 'এগিয়ে চলা কি ভীষণ দায় সময়ের তাল ঠুকে'
(২) ' নীলাম্বরের নীলাম্বরী তুমি সকল শীত গ্রীষ্ম অঘ্রাণ'
(৩) 'যখন অপ্রাসঙ্গিক আমার রাতের টেলিফোন রোজ কথা বলে জ্যোত্স্নায় '
(৪) 'কেউ যদি রেখে যায় ঋণ প্রত্যাশাহীন আগুনের দরজায় '
(৫) ' কতটা দুর্বোধ্য হলে কাছের মানুষ দুরের হয়ে যায় '
(৬)'প্রস্ফুটিত গোলাপও ঝরে যায় একদিন কোন এক ভোরে '
(৭)'তবুও অজানা আশঙ্কার শিলাবৃষ্টি হৃদিপদ্মে ঝরে '
(৮)'গরীব বলে স্বয়ং বিধি করছে কতোই ছল! '
(৯) 'স্বপ্নরা সব ছিন্নপত্র ছিদ্র শত শত '
(১০) ' বাড়িয়ে দেওয়া একমুঠো আখরোট হাতের জন্যে'