হা ঘরে লোক-- 'দিন আনতে পান্তা ফুরোয়'
বৈদুতিক চুল্লীতে---
শেষ জ্বলা জ্বলবে জানিয়ে মারা যায়!
গায়ের লোক বলাবলি করছিলো,
মরার সময়ে কি এমন দুর্মতি হয়েছিলো
যে শেষ ইচ্ছা এইরকম ব্যক্ত করেছিলো?
মরা মানুষটার ফতুয়া'র পকেট থেকে
একটা চিরকুট বেরলো--তাতে কাঁপা কাঁপা অক্ষরে
লেখা ছিলো--সারা জনম দুঃখে কেটেছে
খুব দুঃখ হলে গাছের কাছে যেতুম
গাছকে মা ভেবে জড়িয়ে ধরে খুব কাঁদতুম!
গাছ বড় দয়ালু আমাকে ডালপালা দিয়ে
গায়ে মাথায় হাত বুলিয়ে দিতো---
মরে গিয়ে তাই --
অন্তত একটা গাছকে বাচিয়ে যাবো!
হাঘরে'র এই  মহৎ ইচ্ছায়---
শশ্মানের চারিদিকের গাছেরা ডালপালা নেড়ে নেড়ে
মৃত মানুষটাকে অভিবাদন জানাচ্ছিলো
আর যেন সমস্বরে বলছিলো--
ও বাবুমশায় রা পারলে একটা গাছ বাঁচান...........