সাইলেন্ট কথোপকথন সিরিয়াসলি নেবেন না
প্রনব মজুমদার


(ভারতবর্ষের জনপ্রিয় হাস্যকবি জাকির হোসেন এর বর্ষারম্ভের প্রাক্কালে
কবিতার ভাবানুবাদ)


আসছ তো ফিরে নতুন বছরে
জান সোনা আমার ভুলোস্বভাব এখনো রয়ে গেছে
তোমার পছন্দের চেক শার্ট টা ভুলে রেখে এসেছিলাম তোমার বাড়ি
তোমার ভাই যত্ন করে পাঠিয়ে দিয়েছে,
জান চশমাটা পুচকুঁড়ি ভেঙে দিয়েছে,না না তোমার টা নয়
ওটা আমি তুলে রেখেছি তোমার চোখ ভেবে,
তোমার-আমার স্কুল দেখতে যাব ভেবেছিলাম, ভুলে গেছি;
ভুলে গেছি ডিস্ট্রিক্ট লাইব্রেরী যেতে, মনে আছে পড়ার ভান করে সেখানে
গিয়ে বসতাম শুধু তোমার সঙ্গে সময় কাটাবো বলে, ভাবছ এই লোকটা
আর শুধরলো না এখন তো তুমিও আর নেই যে ভুলগুলো মনে করিয়ে দেবে; আশ্চর্যের ব্যাপার কি জান তোমার হারিয়ে যাওয়া রূপোর কানের ঝুমকো দুটো খুঁজে পেয়েছি,আলমারির বাতিল কাপড়ের গাদায় লুকিয়ে ছিল,এসে নিয়ে নাও,কি ভাবছ এসব পড়ে লোকেরা বুড়ো বয়সের আদিখ্যেতা ভাবছে----ভাবুক,ভালবাসা চিরনতুন কোনাদিন পুরনো হয় না
ভুলোমনের মানুষ হলেও আমি তোমায় ভুলব না কোনদিন
আসছ তো ফিরে নতুন বছরে?