(৮০০ তম)


(স্ক্যান্ডাল)
      (১)
ভাসমান ধুলো
আঁচল এলোমেলো
বাজছে মাদল মনের ভেতর
ভিজবে বলে.....
       (২)
কালবোশেখির  হঠাৎ বাদল
বাদল মানে বৃষ্টি
ভিজে পোষাকে গাঁয়ের পারুল
কে জানতো এত মিষ্টি
          (৩)
তার অঙ্গসৌষ্ঠব
আমার চাউনি
এই দুই নিয়ে কানাকানি
ভাইরাল হয়েও উৎসব


(অ্যাফেয়ার্স)
আবেশের এক্কাদোক্কা
যৌবনের বাঁকে বাঁকে
এসো, সম্পর্কের সুতোয় বাঁধি
একে অপরকে.....


(ইত্যাদি ইত্যাদি)
         (১)
মলাটে ধু ধু নীল আছে ছেয়ে
ভেতরে বিষন্ন মেঘ
আকাশের কান্না পাচ্ছে
ভালোবাসা না পেয়ে.....
           (২)
কবিতা লিখবো বলেই বসে আছি
ভাবনার দরজা বন্ধ
যেন ভেতর থেকে খিল দিয়েছে
অভিমানী নতুন বৌ
        (৩)
চা-ভেজানো পাউরুটি
ব্রেকফাষ্ট কাম লাঞ্চ
সাদামাটা সংসার
আমরা সংখ্যায় চার........
         (৪)
ভাঙা ল্যাম্পশেড,পুরনো কার্পেট
রঙওঠা পর্দা
চিলেকোঠায় আটকে আছে
মধ্যবিত্ত জীবন
           (৫)
ট্রাম গুমটিতে ঘনিষ্ঠ সন্ধ্যায়
বাড়ি ফেরার অপেক্ষায়
চিল্লাচ্ছে লেবু লজেন্সওয়ালা
গলা ভিজিয়ে নিন..........





ইত্যাদি ইত্যাদি পুনর্নিমান