(কথার কারিগরিতে আবার একটা প্রশ্ন দেখি সুপ্রিয়
পাঠক কি উত্তর দেন...)


শরীর আছে তাই (জৈবিক)চাহিদা আছে
থুড়ি চাহিদা আছে কিন্তু (পছন্দের)শরীর নেই
যৌন কথাবার্তাই সম্বল
বেঁচে আছি স্বীকৃতি ছাড়াই


বলছে কে?
সে সে সে সে..............



(বিপরীত লিঙ্গে আকর্ষণ--আছে,থাকবে
সমলিঙ্গে আকর্ষণ--সমাজ বকছে,বকবে


সে এক সমকামী হতাশ হয়েই কি বাঁচবে?)


মূল কবিতায় বন্ধনীর মধ্যেকার শব্দগুলো কবিতার
ভাবার্থ অর্থাত্ সে কে তারই পরিচয় স্পষ্টীকরণহেতু
ব্যবহৃত।



বিশেষঃভারতবর্ষের গুজরাট প্রদেশের রাজপিপলা'র
গে প্রিন্স মানবেন্দ্র গোহিল এই কবিতার অনুপ্রেরণা