সেলফি সেলফি সেলফি
প্রনব মজুমদার


(সেলফি ১)
সবার সাথে একই ফ্রেমে
ছবি তোলা এড়িয়ে যাই
অনুলেখা কারণ জানতে চাইলে বলি
নিভৃতচারী তাই আলোকপাত নয়
একটু নিরিবিলি চাই
আসলে কি!সুশ্রী সবার সাথে
এই হাড়গিলে চেহারা নিয়ে কিভাবে দাঁড়াই?
জানি আমার ফটো আপডেট দেখে সবাই তারিফ করে
পেছনে মুখ বেকিয়ে বলে
যাচ্ছেতাই যাচ্ছেতাই যাচ্ছেতাই।


(সেলফি ২)
অনেক কসরত করে একটা কবিতা লিখি
বাংলা কবিতার আসরে পোষ্ট করি
তারপর এক গ্লাস জল খাই
ভাবখানা যেন কলমে কালি নয়
আলো ভরে কবিতা লিখেছি ভাই
ঘুমিয়ে পড়ি,স্বপ্নে দেখি
মন্তব্যের ঘর বাহ্ বাহ্ তে ভরা
বাইরে ফিসফিস করে যেন কারা
আনাড়ি আনাড়ি আনাড়ি।


(সেলফি ৩)
বন্ধু বলে-এবেলা ভাত,ওবেলা রুটি খাই
বললাম-আমার ভাত দুবেলাই
আসলে আমি বাঙালির বিশেষত্ব বজায় রাখতে চাই
বন্ধু এখন জেনারেল ম্যানেজার, আমি কেরানী 'যে কে সেই'
তাতে কি?
দুবেলা ভাতঘুমের মজা তো পেয়ে যাই
তাছাড়া বৈভব না থাকলেও অনিদ্রারোগ নাই।
(স্যাটায়ার)




বিশেষ- আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত;
( সে আমার হারিয়ে যাওয়া আয়না/ বলতো-নিরিবিলিতে নিজকে দ্যাখো সোনা;স্মৃতিগুলো নিয়ে এগিয়ে যায় সময়ের গাড়ি/ আমি তার তুচ্ছ অসুন্দর/ সে আমার শ্রেয়াসুন্দরী)