(রোমান্স)


সাতসকালে
               মোড়ের মাথায়
                                  এক আধ ঝলক
ভেজা সিঁথি
                 জড়িয়ে আছে
                                       রুক্ষ অলক
শুধুই দেখা
                  প্রেম কি পাবো?
                                       অন্তযামে
অকাল বটে
               তবুও ভাবি  
                              হঠাৎ যদি
                                          বৃষ্টি নামে।।
(শাশ্বত)


মেঘ-রোদ্দুর আকাশ
বাতাসে কাঠালিচাঁপার সুবাস
মিহিন বৃষ্টি ঝরছে
কিন্তু ভেজাচ্ছে না
শুধু আদর করছে
আর
অচিন পাখির কাকলী
'হৃত্কমলে ধুম' লাগিয়ে দিচ্ছে
এমনটা তো সচরাচর হয় না
যদি হয় জেনো
আমি নতজানু হব শাশ্বত প্রেমের কাছে......


(তেপান্তরের মাঠ)
একটা জন্ম তেপান্তরের মাঠ পেরিয়ে
'সব পেয়েছির আসর' পাবে এই বিশ্বাস নিয়ে আসে
আর অবিশ্বাস নিয়ে ফিরে যায়
দিকশূন্যপুরের বাসে.........




বিশেষ- ১নং পুনর্গঠন