অনুলেখা ২০
প্রনব মজুমদার


(চিরসখী অনুলেখার বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে......ইত্যঅবসরে কিছু স্মৃতিকথা...অনুলেখার অনুভূতির গদ্যরূপ কে কাব্যে পরিবর্তন নং ১)


(১)
যতই সুন্দর সাজিস
মনি-মানিক্য রাখিস
                               মলাটে
ততটুকুই পাবি
যতটুকু  লেখা
                               ললাটে।
(২)
অনেক শব্দের মাঝে
আমার সবচেয়ে প্রিয় শব্দ 'অনুলেখা'
অপেক্ষা করতে বললে
নিঃশর্তে অপেক্ষা করে
তুলসীমঞ্চে পড়ে থাকা
মাটির প্রদীপের মত
এক সন্ধ্যায় আলোকিত হবে
এই আশায়...
(৩)
ভালোলাগার পিছু হাঁটছি,
ভালোলাগাগুলো মিলিয়ে গেল
নতুনপল্লীর গলির বাঁকে,
ভালোলাগাগুলোই অনুলেখা তুমি;
আর পিছু পিছু হাঁটার বোকামিটুকুই
শুধু আমি...
(৪)
যখন আমি গভীর ঘুমের দেশে
অনুলখা এসে পাশে বসে
মুখে কিচ্ছুটি বলে না
শুধু আমায় ছুঁয়ে থাকে
বুঝিয়ে দেয়----------শব্দ নয়
ভালোবাসা স্পর্শের ভীষণ কাঙাল...





বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...