ধনীদের জীবন যেন--------
ঝুম্পা লাহিড়ী'র পুলিতজার প্রাইজ পাওয়া উপন্যাস,
আর গরীবের কাছে কঠিন বেঁচে থাকা!
ধনীদের কাছে সেমিনার,কনফারেন্স যখন তখন
কঠিন শুধু রাতের আকাশ দেখা,
গরীবের কাছে অনেক সহজ
মৃদু ঘাসে পিঠ ছুঁইয়ে
               আকাশে স্বপ্ন আঁকা!
গাড়ি-বাড়ি,জমিজমা, ব্যাঙ্ক-ব্যালান্স
  ধনীদের কাছে জলভাত
      কঠিন শুধু কাকভোরে জেগে ওঠা,
গরীবের কাছে অনেক সহজ
শিউলি কুড়োতে কুড়োতে ভোর দেখা
হে ঈশ্বর গরীবই ভালো--
আমি ভোরের শিউলি চাই.............