আমরাই সব--
এই পৃথিবীকে আমরাই সুন্দর করে সাজিয়েছি
বলে উঠলো আধুনিক মানুষ--
আর আমরা--আমরা কি কেউ নই?
আকুল হয়ে বলে
ফুললতাপাতা পশুপাখি কীটপতঙ,
গা ছুঁয়ে বলে রোদ্দুর ও বৃষ্টি
ও ভায়া!আমরাও আছি--
কিন্তু পদ্য ভুলে যাওয়া
গদ্যময় মানুষ মুখ ফিরিয়ে রইলো!
ধীরে ধীরে অনাদর সয়ে সয়ে
সবাই অন্তর্হিত হলো--
অবশেষে অবিরাম তুষারপাতে
পৃথিবী ডুবে গেল--
সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে
এখন হন্যে হয়ে মানুষ
একটু উষ্ণতা খুঁজছে--
আর শৈত্যের সামনে
নতজানু হয়ে বসে আছে,
কিন্তু উষ্ণতা ধারণের জন্যে
প্রয়োজনীয় রক্তমাংস চাই
যন্ত্রমানুষের তো তা নেই,
বিবর্তন, উত্তরণ আর অবনমনের পরে
আবার একটা বিস্ফোরন
আবার একটা প্রাণ
আবার একটা শস্যশ্যামল পরিবেশের আকাঙ্খায়
পৃথিবী অপেক্ষায়...........



সূত্র--২০১২ তে যা হয়নি তা কখনো হতে পারে!