মায়ের প্রসববেদনা তুঙ্গে উঠিয়ে প্রকাশিত হলাম
ঘোষিত হল হে সদ্যজাত,তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
আজ হতে এ দেশের হাওয়া-পানি,পাহাড়-পর্বত,নদী-নালা, গাছ-পালা
সবকিছুই তোমার নিজস্ব হল ঘোষকের এই অঙ্গীকার
শৈশবে তেমনটাই ছিল,বড় হতে হতে বুঝলাম ঐ সবকিছু সর্বজনীন
ওতে সবার সাথে আমার মিশ্র অধিকার
এক বন্ধু বলল বিয়ে করলে তোর স্ত্রী'র উপর পাবি পূর্ণ অধিকার,
প্রথম কয়েক বছর তাই ছিল সে আমাকে আমি তাকে নিজের ভেবে আঁকড়ে ধরে থাকতাম
তারপর ছেলে-মেয়ে এল তাকে ভাগ করে নিল
এখন দেখছি আমার শরীরটাও আমার দখলদারিতে নারাজ
সারবুঝ হল 'নিজস্ব' শব্দটা স্বান্তনা ছাড়া আর কিছু না
এইসব শুনে হতাশ হবেন না আসরের কবিবন্ধুরা
কবিদের নিজস্ব তাদের আন্তরিক উচ্চারণের উত্সারে সৃজিত কবিতারা
কবি চলে গেলেও যত্নে তাদের দেবে পাহারা
আজ কাল ও ভাবীকালের সুপ্রিয় পাঠকেরা ...