*শুভ মহালয়ায় আসরের সকল কবিবন্ধুকে শারদ-শুভেচ্ছা*


(ভারতবর্ষের কেবল দূর দূর গ্রামেই নয় কয়েকটি বড় শহরেও গ্রাউন্ড ওয়াটার লেভেল জিরো তে পৌঁছে গিয়েছিল পর্যাপ্ত বৃষ্টির কারণে আজ সেই লেভেল বেড়েছে, আগামী ২ বছরের জন্য চিন্তামুক্ত,তবুও
মানুষেরা অতিবৃষ্টির জন্য বিরক্ত দেখে 'বর্ষা' কি বলল---দেখুন)
                                      |
                    আমরা ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটা
                    যখন হাত ধরাধরি করে নামি
                    লেখা হয় অপরূপ কাব্যকথা
                    আমাদের উপর বিরক্ত হয়ো না অযথা
                    আমরা আছি বলেই
                    তোমাদের চারিপাশে ফুল লতা পাতা
                    আসলে আমরাই সবুজের আদিকথা
                    আমরা না থাকলে
                    পৃথিবী হারাবে ছন্দসজ্জিত পদ্য
                    টুঁটি চেপে ধরবে ধূসর গদ্যকথা
                    আমাদের যত্ন করে ধরে রাখ
                    কারুকাজ করা পাত্রে,
                    শেখো জলের আর এক নাম মমতা।