(সকাল)
ধনীদের সব রাত যেন প্রমোদরজনী
গরীবের রাতগুলো দুঃখে ভারি
জনান্তি কানে কানে বলে তাকে
সব রাতেরই একটা সকাল থাকে.....
                                           (খেয়াল)
শিখি
যা না শেখার--
দেখি
যা না দেখার--
পোষাকে
আলোর বাহার--
ভেতরে
এক বুক অন্ধকার --
ভাবি
'এক মুঠো রোদ্দুর, এক মুঠো বৃষ্টি'
আর দু মুঠো ভাত
আমার জন্মজাত অধিকার--


মন হাঁটে তার নিজের পথে.........