( আসরের সকল কবিবন্ধুকে জানাই নববর্ষের শুভেচ্ছা )


নববর্ষ--বিংশ শতাব্দী
রাইকিশোরী ভাবছিলো--
আগামীকাল কাকভোরে বকুল ফুল কুড়োবো
মন্দিরে ঠাকুরের পায়ে চড়াবো
তারপর ভিনগাঁয়ের সেই ছেলেটা
যার সাথে মাঝেমধ্যে চোখাচোখি হয়
তার অপেক্ষায় থাকবো--
কেননা 'চোখে চোখেই সম্ভব
বিস্তারিত অনুভব--'


যুগোলকিশোর ভাবছিলো--
সকালে উঠেই স্নান করে নতুন পাঞ্জাবীটা পড়বো
তারপর সাইকেল নিয়ে বেরবো
মন্দির থেকে তাকে সাইকেলে চড়িয়ে
নদীর পাড়ে গিয়ে বসবো
চোখে চোখ রেখে বিভোর হবো
' চোখে চোখের ইঙ্গিতে জন্ম নেয় হাজার আশা
চোখে চোখে মূহুর্তে ছড়িয়ে যায় ভালোবাসা'


নববর্ষ--একুশ শতক
মডার্ন গার্ল ভাবছে--
কালসকালে ব্রেকফাষ্ট করেই
নতুন ব্রান্ডেড ড্রেসটা পরে
ফেসবুকে আপডেট কোরবো
জানি ফার্ষ্ট 'লাইক' তারই হবে
গোপনে আদ্রপুলকিত হবো--


আল্ট্রা মডার্ন যুবক ভাবছে--
ফেসবুকে তার ভঙ্গিমায় 'লাইক' দিয়ে
সাথে নিয়ে একটা লং ড্রাইভে বেরবো
সন্ধ্যায় পার্টি-সার্টি, ঘনিষ্ঠ নাচ
এক আধ পেগ ভদকা
নেশায় নিথর--
' ইয়ে জিন্দগী হ্যায় দো-চার দিন কা'


আজ যা আছে কাল তা নয়
স্টিফেন হকিংস এর তথাকথিত 'সময়'
আমাদের স্বভাব বদলায়............