(সঙ্কেত)
সাত পাকে বেঁধে নিলে--এই বলে
সারাজীবন হেঁটে যেতে হবে
           তোমার পায়ের চিন্হ ধরে,
শতাব্দী ধরে পুরুষশাসিত সমাজ
নারীকে শুধু অনুসরন করা শেখায়
একুশ শতাব্দীর সূচনায়---
কেউ যেন গলা ফাটিয়ে চেচাচ্ছে
এখন 'দিন বদলের পালা'
' আয় খুকী--ছুটে আয়.............'
                                       (সত্য-মিথ্যা)
মিথ্যা অনেক কিছু বলে--
শেষমেষ নিশ্চুপ হয়ে
                   অন্ধকারে পড়ে রয়!
সত্যি যেন বোবা
কিচ্ছু বলে না--
শুধু বিচ্ছুরিত হয়ে আলোক ছড়ায়,
মিথ্যা বিবসনা হয়ে মুখ লুকোয়..............