(৩৫০ তম'র অঞ্জলি)
মন্দিরে---নতমুখে বিগ্রহের পাদদেশে দাঁড়িয়ে
ভাবছিলাম----
কেউ একজন সত্যিই কি আছেন
ছায়ায় ও আলোয়?
যারই নির্দেশে জীবনের যাবতীয় রঙ
বসন্তযৌবন উচ্ছাসে থাকে বাঁধা,
নিয়ত দুষ্প্রাপ্য ভোরে
স্বপ্ন আসে শিয়রে
দিয়ে যায় যা কিছু দেবার
            মিশ্রিত এবং আলাদা!
হঠাৎ আকাশ গর্জে উঠলো
গাছপালা বিক্ষোভের ভঙ্গিমায়
ডালপালা আন্দোলিত করলো
স্বভাবজাত মাটিতে মিশে থাকা ধুলো
তেড়েফুঁড়ে উঠে চলমান হলো
অচিন পাখির কুজনে বাতাস মন্দ্রিত হলো,
বিগ্রহের হাত থেকে একটা ফুল
মাথায় ঝরে পড়লো
অলক্ষ্যে কেউ যেন বললো--
'নিজের ভিতরে তাকিয়ে দেখ...............'
আমার চোখ বুজে এলো--
দেখি--গভীরে ভাসছে একটা দিগ্বিজয়ী শব্দ
'স্বয়ং স্বয়ং স্বয়ং স্বয়ং স্বয়ং....................'