বন্ধু আমার প্রতিষ্ঠিত কবি--
বড় চাকুরি,বড় গাড়ি,মস্ত বড় বাড়ি
তার সবকিছুই বড় বড়!
একদিন কি মনে করে
আমার ভাঙা ঘরে এলো,
ধুমায়িত চায়ের কাপে
আলতো করে ঠোঁট ছুঁইয়ে বললো--
এতদিন ধরে লিখছিস
একটা কাব্যগ্রন্থও নেই--
ছেঁড়া চিরকুটেই কবিতা লিখে দিন কাটালি,
লিটল্ ম্যগাজিনের ভীড়েই নিজেকে হারালি!
আমাকে দ্যাখ--কত নামযশ--
ল্যাপটপ,আই প্যাডে
লোড হচ্ছে ছোটবড় কবিতা
শারদ সংখ্যার চাহিদায়!
আমি হেসে বললাম
তোর এত সব যন্ত্রপাতি,এত কবিতা,
যেন তুই একটা প্রতিষ্ঠিত কবিতা ফ্যাক্টরি,
এই কথা শুনে রেগেমেগে--
বন্ধু আমার টেবিলের উপরে রাখা
ছেঁড়া চিরকুট তথা পান্ডুলিপি গুলো
হাওয়ায় উড়িয়ে দিলো--
আর কি আশ্চর্য!
টুকরোগুলো পুষ্পবৃষ্টির মত
আমার গায়ে মাথায় ছড়িয়ে পড়লো,
অলক্ষ্যে যেন ঘোষিত হলো--
নামযশ নয়--
কবিদের কাম্য হোক সৃজনশীলতা......