(আসরের সকল কবিবন্ধুকে ঈদ মুবারক)


(তিনি)
তিনি মোছেন আমাদের সকল অন্ধকার
যাতে আমাদের বিন্দুমাত্র অঙ্গীকার
তিনি ছিটিয়ে দেন ক্ষমার আলো;
বলেন
তোমরা সবাই ভাল থেক-- ভালওওওওওও...
(আমি)
'ছোট করে নয় বড় করে বাঁচো'
বিষাদভেলা ছেড়ে আনন্দলহরীতে ভাসো
নিজের চারিপাশ জড়িয়ে ধরে রাখো
দেখবে তোমার ঘরেই গাওয়া হবে
গীতবিতানের সমস্ত গান
উঠোনে খেলা করবে পাখিরা
জানলায় নাচবে প্রজাপতিরা----অবিরাম
চারিদিকে আওয়াজ উঠবে
ও মানুষ, তোমাকে আদাব সালাম প্রণাম।