(১)
পাটভাঙা শাড়ি আলনা'য়
চাঁদ গা ধুইছে ফোয়ারায়
সংসার আলোকিত করবে অবলীলায়
(২)
কঠিন শীতের রাত
চোখ জেগে আছে
উষ্ণতা খুঁজছে ঘরময়
(২)
দুটি ফুল একটি কুঁড়ি
সযতনে করতলে ধরি
পূজা বা প্রেম দুটোই হয়