দেখছি--
ভালোলাগা হাঁটতে হাঁটতে হারিয়ে গেল গলি তে,
ওই ভালোলাগাটুকু তুমি
আর 'দেখা'টুকু আমি
ঢেউগুলো নাচতে নাচতে মিশে গেল সমুদ্রের নীলে,
ঢেউগুলো তুমি
আর মিশে যাওয়ার পর যে পড়ে থাকা শূণ্যতা
সেটা আমি
একঝাক অচিন পাখি উড়ছে দিগন্তে
আমার ইচ্ছাগুলো নাচছে আনন্দে,
ইচ্ছাগুলোর আধারটুকু তুমি
আর নাচন-কোদন গুলি অবুঝ আমি
এইসব দেখতে দেখতে ভাবতে ভাবতে ফুরিয়ে গেলাম
ছায়া সরে গেলে যতটুকু শব্দ হয়


ততটুকু আমি।







বিশেষ-পুনর্গঠন