টুকরো টুকরো
প্রনব মজুমদার


(উত্তরাখন্ডের বিপর্যয়ের কথা সারা বিশ্ব জেনে গেছে--চলছে নানা আলোচনা-বিলোচনা। কবি বলেন নিজের ভাষায়------)
টুকরো টুকরো সুর গুনগুনাচ্ছে
শোনাচ্ছে টুকরো টুকরো মেঘের ইচ্ছে।
টুকরো টুকরো ই-মেল,লেখালেখি
টুকরো টুকরো কান্না-হাসি
টুকরো টুকরো ভালোবাসা-বাসি।
এত সব টুকরো?
এমনকি টুকরো টুকরো মানব-শরীর
টুকরো টুকরো পথে ঘাটে।
অখন্ড কেবল হতাশা,আতঙ্ক আর ক্রোধ।
নিঃস্ব করে নিজস্ব বোধ
কেন করিস্  প্রকৃতি-বিরোধ?
দেশের যান্ত্রিক রাজা
পারিস তো ভাঙ্গা টুকরো গুলো জুড়ে
শিবের ঘর সাজা।।