(১)
উচুতে পাহাড় নীচে খাই
আকাশ ভাবে বেশ আছি
এই দুই উচ-নীচ ছাড়াই
(২)
ঘোমটা ঢাকা অবয়বে
চোখ দুটি স্বাধীন
তাদের বাঁধতে পারেনি কেউ কোনোদিন
(৩)
সরল জল যখন অবাধ্য হয়
বিনা নোটিসে
তুমুল ধারায় নেমে এসে মাটিকে কাঁপায়
(৪)
রাত কাটে হাস্যে লাস্যে কামনায়
ঘোর কাটে
বেঁচে আছি বুঝি যখন ভোর হয়