জীবনের কঠিন সময়--
প্রবাদ বাক্যানুযায়ী----
'সব রাস্তা বন্ধ হলে
            এক রাস্তা খুলে যায়'--
দেখি--সেই রাস্তা তিনমুখী-----
একটা মন্দিরের দিকে
দ্বিতীয়টা মসজিদের দিকে,
আর একটা গির্জার দিকে!
ভাবছি--কোন রাস্তায় যাবো?
অলক্ষ্যে কেউ বলে ওঠে--
যে কোনো রাস্তায় যেতে পারিস--
শুধু বিশ্বাসে ভরা মন চাই
আর আচরণে সৌজন্য---------!
জানিস--ভাই
গন্তব্য একটাই---------'উত্তরণ'!