প্রিয়জন অনুলেখা ১৫
প্রনব মজুমদার


( ৬ ই জুন আমাদের জীবনের স্মরণীয় দিন এইদিনেই প্রথম অনুরাগের ছোঁয়ায় আবেশিত হয়েছিল উভয়ের তনুমন...)


(১)
সস্তার প্রেমপত্র! পোষ্টকার্ড।
এক পিঠে বিরহকথা
অন্য পিঠে ছবি আঁকা
প্রেমিকা কিন্তু দামী
নাম অনুলেখা...
(২)
অনুলেখার চিরকুটে লেখা--
অনেক কথা বলার আছে
অপেক্ষায় থাকবো কাল
আসবে তো সোনা?
রেল লাইনের ধারে
কাশবনে
ঠিক কাকভোরে--
যেন অপুকে(প্রনবকে) লিখছে অপর্ণা(আপু)
আকুল স্বরে...


অনেক বছর পর...
মিস্ কল--
ফোন করতেই
সুরেলা গলায়--
আছি অপেক্ষায়
কোজি বারিস্তায়--
জলদি এসো
একে অপর কে পড়বো
নীরবতায়
যেন সুনীলকে বলছে নীরা
মগ্নতায়...


সময়ানুযায়ী--
কথামালা আলাদা-আলাদা
আবহ এক
উৎকন্ঠা,অপেক্ষা আর ভরসা
এইসব কিছুর মিশেলই
ভালোবাসার পরিচয়...





সূত্র--বারিস্তা-কফিশপ, অপু-পথের পাঁচালি,
অপর্ণা-অপুর সংসার,সুনীল-কবি সুঁনীল গাঙ্গুলী,
নীরা-কবি সুঁনীলের কল্প প্রেয়সী


বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...