ভালোবাসার হাতচিঠি আসতেই
বুকের আঁকাবাঁকা রেখাটা আরো চঞ্চল হয়
অনেকদিন  পরে দয়িত আসছে ঘরে
এই সংবাদ নিয়ে 'আনন্দচিঠি'
মিঠে রোদ্দুরের মতন আসে দোরগোড়ায়
সদ্যবিবাহিতার 'প্রেমচিঠি' গুলো
বড়ই বিরহকাতর হয়
জীবন কে দূর থেকে দেখে ঘুরেফিরে
হাতচিঠি লেখা হয় কালির আঁচড়ে


হোয়াটস অ্যাপ টুইটার মেসেঞ্জারে সব লেখা
একদিন ডিলিট হয়ে যায়
কিন্তু হাতচিঠির মিঠে শব্দগুলো
ভারি আদরে রাখা থাকে মনের চিলেকোঠায়
তাই তো আমি অসম্ভব জেনেও বসে থাকি
একটা ভালোবাসার হাতচিঠির প্রত্যাশায়......






বিশেষ-পুনর্গঠন