মুখোমুখি হোস না--শিকড় থেকে উপড়ে দেবো
আমি দুরন্ত ঝড়।
আদুল গায়ে দাঁড়াস না--আগাপাশতলা ভিজিয়ে দেবো
আমি লাজুক বৃষ্টি।
উদাস হয়ে তাকাস না--গলা জড়িয়ে ধরবো
আমি গায়েপড়া চাঁদনী।
ল্যাপটপ বন্ধ করতেই
কোথায় ঝড়? কোথায় বৃষ্টি?
আর কোথায়ই বা চাঁদনী?
যান্ত্রিক যুগে সবকিছুই ভার্চুয়াল
তুমি আমি,আমরা সবাই
এমনকি কবিতাও...............


এই আছি এই নেই...............