( প্রকৃতিপ্রেম হারিয়ে মানুষের পরিণামের ব্যঞ্জনায়--দুটি কথা)


মানুষ- আমরা কবিতা লিখি,গান গাই
          আমরা সৃজনশীল, ক্রিয়েটিভ
সবুজ- আমরা ছায়া দিই, প্রকৃতি সাজাই
         আমরা সংরক্ষনশীল,কনজারভেটিভ!


আমরা প্রগতিবাদী--জীবনকে আগে বাড়াই


আমরা মায়াবাদী--জীবনকে আঁকড়ে দাঁড়াই


আমরা বিবর্তনবাদী আর গতিশীল


আমরা সাম্যবাদী আর স্থিতিশীল


মানুষ- জীবমাত্রই আছে শরীর আর প্রাণ
          জীবশ্রেষ্ঠ আমাদের আছে তৃতীয় সত্তা--আত্মা!
সবুজ- ঠিক!তোরা এত নীচ যে আত্মা বেঁচে খাস
         তোরা ডেস্ট্রাকটিভ প্রকৃতিকে করিস বিনাশ!


মানুষ হঠাৎ রেগে গেল--
আর গাছের শরীরে এক কাটারির কোপ লাগালো,
তারপর কি যে হলো?
অনেকদিন পর---
হাজারতল সংগ্রহশালার উপর তলায়--
সাইবর্গ আঙুল তুলে একটা ঘর দেখালো
দরজায় লেখা----'মানুষ ঘর'
'একদা এই পৃথিবীতে মানুষ নামক এক জন্তু ছিল'



সূত্রঃ-সাইবর্গ--যন্ত্রমানব