( তিন পংতির উত্সব)


জড়িয়ে ধরি--ভালোবাসা হাততালি দেয়
ছোরা মারি-- বিশ্বাস মাটিতে লুটায়
একটা সোহাগরাত আর একটা বিচ্ছেদ


হাস্যধ্বনি,মিষ্টিমুখ--আসাটা রাজার মতন
ক্রন্দনধ্বনি,হাহাকার--যাওয়াটা হঠাত্ কখন
একটা সূচনা আর একটা সমাপন


রাতভর শরীরি আলাপন অথচ ঠিকানা গোপন
দিনভর বকাঝকা--দিনশেষে আদরে কাছে ডাকা
একটা ধোকা আর একটা উজ্জীবন


কখনো রাগে গজগজ--কখনো আদর করছে
দেখা হলেই বাহ!বাহ!--পিছন ফিরেই মুখ ভেঙাচ্ছে
একটা ঘরের আর একটা বাইরের লোক


ছেলেরা উচ্চস্বরে--
মেয়েদের  স-----------ব  ভালো,
মেয়েরা ফিসফিসিয়ে--
ছেলেদের  স--------ব  খারাপ,
প্রথমটা মতলব আর দ্বিতীয়টা অভ্যাস.......