আষাঢ় মাস প্রচণ্ড খরায় কাটলো,
শ্রাবণ মাসের বৃষ্টি প্রাণটা জুড়ালো।
সবুজ শ্যামলে জেগে উঠলো এ ভূমি,
হে খোদা রহমানুর রহিম যে তুমি।
হে খোদা তোমার খেলা বুঝা বড় দায়
তুমি কর যখন যা তোমার ইচ্ছায়।
আজি এক প্রান্তে কেউ পুড়ছে খরায়
অপর প্রান্তে সবই ভাসছে বন্যায়।
কেউ হচ্ছে স্বাবলম্বী কেউ হচ্ছে নিঃস্ব
হায়রে দুনিয়া এ কী আজব দৃশ্য।
পানির তোরে ভাসছে ফসল যাচ্ছে বসতি হারিয়ে
সর্বহারার দুঃখেও বিধি যেন নিয়েছে মুখ ফিরিয়ে।