আমাদের এই সোনার দেশে বিদ্যুৎ কম নাই
প্রতিদিন লোডসেডিং রুটিন করে দিতে হয়।
প্রতিবার কর অঙ্গিকার বিদ্যুৎ যাবে না আর
আছে নিকি তোমাদের কাছে বিদ্যুৎ এর পাহাড়।
সারা দিন ঘর ঝলমলে কারেন্টের আলোতে
রাতের বেলা ঘুম না আসে বিদ্যুতের জ্বালাতে।
লেখা পড়া করবো যখন বিদ্যুৎটা থাকে না তখন
কি ভাবে হবে বল দেশের উন্নয়ন।
প্রয়োজনে যদি মোরা করি কখনো ফোন
অফিসারের ঝারিতে ভেঙ্গে যায় মন।
কথা শুনে তার, হয় মনে কি
বিদ্যুৎ যেন তার বাবার সম্পত্তি।
দুঃখের কথা ভাই বলবো আর কি,
সুন্দর বন উজার করে মিটবে ঘার্তী।
দরকার নাই আমাদের ঐ বিদ্যুৎ
তার থেকে বরং দেশে লোডসেডিং