ধর্ম ধর্ম ধর্ম ধর্ম চারিদিকে ধর্ম জাল
ধর্ম ফাঁদে মূর্খ মানুষ হয়েগেছে বেসামাল।
জিহাদের নামে বোমাবাজি অবুঝ শিশুর যাচ্ছে প্রাণ
রক্ত নিয়ে হোলি খেলা কোন ধর্মের আহ্বান?
বাইবেল বল ত্রিপিটক বল গীতা বা কুরআন
সকল ধর্মে শান্তির বাণী মানবতার জয় গান।
ধর্মের বেড়া সামনে রেখে পিছে কর ভন্ডামি
দিনের আলোয় পুরুৎ মশাই রাতে কর লুচ্চামি।
ধর্ম কে বর্ম করে আঘাত হানো সমাজ বুকে
ধর্ম ব্যবসার পণ্য হয়ে অসহায় মরে ধুঁকে ধুঁকে।
আপন মাতা পায়না খেতে পীরের ঘরে খুরমা খীর
আল্লাহকে ছাড়িয়া রেখে পীরের পায়ে লোটাও শির।
ওরে মূর্খ আর কতকাল থাকবি ওদের সেবা দাস?
আর কতকাল নিজেই নিজের করবিরে তুই সর্বনাশ!
মাজার কভু করেনা পূর্ণ কারো মনের কোন আঁশ
ভন্ড পীরে মাজার গড়ে করছে ধর্মের সর্বনাশ।