আমি যাবনা বাইরে ঘরেই থাকতে চাই
করনার ভয় নয় গো ওমা ধর্ষকের ভয় পাই।
স্কুল কলেজ রাস্তা ঘাটে, গীর্জা মাদ্রাসায়
সব খানেতে ধর্ষকেরা ওঁত পেতে মা রয়।
বাচ্চা কিংবা বৃদ্ধা ওমা নেইকো বাছবিচার
কোনখানে মা ওঁত পেতে রয় বোঝা বড়ো ভার।
নেইকো মাগো আইন দেশে বিচার ওদের নাই
বড়ো বড়ো নেতা মাগো ওদের বড়ো ভাই।


ভয় নেই খুকি চল এবার সাহসী কদম ফেলে
সামনে যদি হও অগ্রসর অন্যায় যাবে চলে।
ভয় পেলে যে আবার ওদের বাড়বে আগ্রাসন
নতুন আগামী ডাকছে খুকি কান পেতে ঐ শোন।
হাত ধরে আয় এগিয়ে যাই কিসের এতো ভয়
জেনে নে সব নরপিশাচের জন্ম পরিচয়।
পশুর থেকে হিংস্র ওরা সমাজের পয়জন
পিতৃ হীন জারোজ ছেলের জন্মে আছে গোল।


রচনা কাল: ৫-১০-২০২০