আরাকানে ফিলিস্তিনে মরছে আমার ভাই
কেমনে তুমি আছো মজে প্রেমের কবিতায়?
এই ধরাতে নির্যাতিত হচ্ছে মুসলমান
অস্ত্র ধর ফিরিয়ে আনো হারানো সম্মান।
ভাইয়ের রক্ত দেখে যদি না কাঁদে তব প্রাণ
মেকি তোমার সব ইবাদত মেকি ঐ ঈমান।
মসজিদে আর বসে বসে খেওনা সির্নি
যুদ্ধে চল কন্ঠে তোল ' আল্লাহু আকবার' ধ্বনি।
ভাইয়ের রক্ত দেখেও, কেমনে কর ঈদ!
একটিবারও কি উঠেনা কেঁপে ঐ কঠোর হৃদ!
আজো কি তোর যায়নি কানে মায়ের আর্তনাদ
আর কতকাল থাকবি বসে গুটিয়ে রেখে হাত।
দেখে কি আজো মেটেনি তব মনের আঁশ
সন্তানের লাশের সাথে পিতার বসবাস।
পেয়েছিস কি আরাকানের পোড়া লাশের গন্ধ
সংগ্রাম ছাড়া সামনে এখন সকল দোয়ার বন্ধ।
আয় ছুটে আয় দ্বীনের সৈনিক সকলে একসাথে
যা বিলিয়ে জীবনটাকে জিহাদের ময়দানে।