করোনার থাবায় অন্ধ সবে বন্ধ উপার্জন
বন্দি ঘরে পেটের ক্ষুধায় হাঁসফাঁস করে মন।
গরিব দুঃখীর নাইরে উপায় নাইরে কোন পথ
করোনার আগে ক্ষুধায় তাদের করে ফেলেছে বধ।
বাঁচাতে গরিব সরকার দিল বস্তা ভর্তি ত্রাণ
নেতার পেটে উঠলো সব, গরিবের মুখ ম্লান।
বিশ্ব জুড়ে চলছে এখন করুন মহামারী
তবুও ওদের হয়নারে হুঁশ অব্যাহত চুরি।
জনতার সেবক হয়ে তারা করছে সেবা ভোগ
করোনার চেয়েও ভয়ঙ্কর, এ এক মহা রোগ।
আর কতোদিন গরিবের হক করবি তোরা ভোগ
ওরে পাশান কবে তোদের খুলবে বিবেক চোখ?
চুরির টাকায় আয়েশ করে বাড়ছে যাদের ভুরি
সব সালাকে চিহ্নিত করে শিরে ধর ছুরি।
ভাঙ্গ ওদের কালো হাত শিরদাঁড়া আজ তোর
বাংলার বুকে আছে যত গরিবের চাউল চোর।